বরিশাল জেলার বানারীপাড়া উপজেলায় প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প ২ এ অনেক ভূমিহীন অসহায় পরিবার সরকারী বরাদ্ধকৃত ঘর না পেয়ে দূরাবস্থায় জীবন অতিবাহিত করছে। মমতাময়ী মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া এই ঘরে অনেক স্বচ্ছল ব্যক্তিদের স্থান হলেও প্রকৃতপক্ষে অসহায় অনেক মানুষের আশ্রয় হয়নি। তারই কাতারে বানারীপাড়া উপজেলার ০৭ নং সদর ইউনিয়নের রাজ্জাকপুর গ্রামের আবুল হোসেন বেপারীর স্ত্রী অসহায় কহিনুর বেগম তার প্রতিবন্ধী মেয়ে সহ ৫ সদস্যের পরিবারটি টুকরা জমির জন্য আওয়ামীলীগের নেতা কর্মী, জনপ্রতিনিধি থেকে শুরু করে সম্পৃক্ত সকল দফতরে দন্না ধরেছেন। অনেকে স্বপ্ন ও দেখিয়েছেন। অসহায় কহিনুর তার পরিবার ও প্রতিবন্ধী ঐ কন্যাকে নিয়ে নিধারুন যন্ত্রনা সহ্য করে দিন অতিবাহিত করছেন। তার নিজের কোন জমি ও বসত ঘর না থাকায়
অন্য মানুষের বাড়িতে কোন রকম বাশের খুটি দিয়ে ঘর তৈরি করে থাকেন। অসহায় কহিনূর সংসদ সদস্য বানারীপাড়া উজিরপূর বরাবর ভূমিহীন হিসেবে আবেদন করেন। সেখানে বানারীপাড়া উজিরপুর আসনের এমপি মহোদয় বানারীপাড়া নির্বাহী কর্মকর্তাকে ভূমিহীন অসহায় কহিনূরকে ঘরের ব্যবস্থা করার কথা লিখে দিলে ও কহিনূরের কোন আশ্রয় স্থান হয়নি। সহায়দের ভাগ্যে ঘর না জুটলেও প্রবাসী, স্বচ্ছল, ভূমির মালিকদের ও ভাগ্যে জুটেছে এই আশ্রয়ন প্রকল্পের ঘর। সরকারের এই মহৎ উদ্দেশ্যতে নস্যাৎ করতে এক শ্রেনীর সুবিধাভোগী মানুষেরা সর্বদা তৎপর থাকে। অসহায় ও আশ্রয়হীন এই কহিনুর কোন অপরাধে সরকারী আশ্রয় হতে বঞ্চিত। কহিনূর তার পরিবার নিয়ে বাঁচতে চায়। মাথা গোজার একটু জায়গা চায়। বেঁচে থাকার সামান্য এ চাওয়াটুকু ও কি তার অধিকার নেই। নেই কি পূরন হবার স্বপ্ন!