নওগাঁর ধামইরহাটে আনন্দ ও উৎসব মুখর পরিবেশ শুভ বড়দিন উদযাপন করেছে খ্র্টিান ধর্মাবলম্বীরা। ২৫ ডিসেম্বর ধামইরহাটে ৮টি ইউনিয়নে সুষ্ঠুভাবে বড়দিন অনুষ্ঠিত হয়েছে। গীর্জায় যীশু খ্রিষ্ট্রের মঙ্গল কামনা করে প্রার্থনা করেছেন ভক্ত অনুরাগী খ্র্টিীয়রা। শনিবার উপজেলার বিভিন্ন গীর্জা ঘুরে দেখা গেছে, সব জায়গায় শান্তিপূর্ণ পরিবেশে আত্নীয়-স্বজনদের নিয়ে বড়দিনের আনন্দ উপভোগ করতে দেখা গেছে।
বেনীদুয়ার ধর্মী পল্লীর পাল পুরোহিত ফাদার ফাবিয়ান মারান্ডী জানান, ১২ টি সেন্টারের মাধ্যমে সকল সেন্টারে মনানন্দে বড়দিন পালন করেছেন উপজেলার সর্বস্তরের খ্রিষ্টিয়রা। দক্ষিন চকযদু গ্রামে গীর্ড়ায় ফাদার বাপ্পী ক্রুজ বড়দিনের প্রার্থনা পরিচালনা করেন। এ সময় দক্ষিন চকযদু ক্যাথলিক চার্চের প্রার্থনা পরিচালক পাস্কায়েল হেমরমসহ পৌরসভার ৩নং ওয়ার্ডের আদিবাসী সম্প্রদায়ভুক্তরা উপস্থিত ছিলেন।