গাইবান্ধা সদর এর তুলশীঘাট এর কৃতি সন্তান কবি ও সাহিত্যিক বিমল কুমার সরকার সাথে গাইবান্ধার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় গাইবান্ধা শহরের সার্কুলার রোডের বিসমিল্লাহ্ চাইনিজ এ্যান্ড রেষ্টুরেন্টে মতবিনিময় সভায় কবি বিমল সরকার ছাত্রকাল সহ যুক্তরাষ্ট্রের অষ্ট্রিন শহরে বাস করার বিভিন্ন ঘটনা তুলে ধরেন। তিনি বলেন- ১৯৯৯ সালে তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাস এর অস্টিন শহরে চলে যান। সেখানে যাওয়ার পর বিভিন্ন দূর্ঘটনার শিকার হন তিনি। আর এই অস্তিত্বের সংকট থেকে তিনি কবিতা লিখা শুরু করেন। তখন থেকে তিনি কবি উপাধি লাভ করেন। তার লেখা কবিতার মধ্যে বিবর্ণ রেখা, এই সুখ এই দু:খ, অস্তিত্বের আমি, অনুভুতির সেবাস, এক জীবনের গল্প, হৃদয়ে প্রেসনোট প্রকাশ পেয়েছে। সে সাথে তার সাহিত্য পরিষদ ও পাঠাগার রয়েছে তুলশীঘাটে।
তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে আরও বলেন- আমি আপনাদের জীবনের কথা শুনতে চাই ও কবিতায় লিখতে চাই। আপনাদেরকে উন্নত অবস্থায় দেখতে চাই। তিনি বাংলাদেশ এর ঢাকা, বগুড়া, যুক্তরাষ্ট্র ও কোলকাতায় বইমেলা প্রচলন করেছেন। বাংলাদেশ ভারত ও আমেরিকার সমন্বয়ে বিমল সরকার এর সম্পাদনায় তুলশীঘাটে সম্প্রতি কালের চিঠি নামে বইয়ের মোড়ক উন্মোচন করেছেন। জীবন্ত মানুষের জীবনী লিখতে চান। আমাকে বিভিন্ন পদক দেয়া ও আমার ভুল ধরার কিছু থাকলে আমার মৃত্যুর পরে না করে জীবিত থাকতে করার মত প্রকাশ করেন। প্রতি বইমেলায় তার দুটি করে বই প্রকাশ পায়। আগামীর বইমেলা মিলন মেলায় পরিনত করতে ও বাংলাদেশকে কবিতায় তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন। মতবিনিময় শেষে বিমল সরকার সম্পাদিত “কালের চিঠি বই উপস্থিত সাংবাদিকদের মাঝে শুভেচ্ছা উপহার প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন- মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি সিদ্দিক আলম দয়াল, চ্যানেল টুয়েন্টিফোর এর প্রতিনিধি আসাদুজ্জামান মামুন, একুশে টিভির জেলা প্রতিনিধি আফরোজা লুনা, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি উজ্জ্বল চক্রবর্তী, মানবকণ্ঠ জেলা প্রতিনিধি এবিএম সাত্তার, বৈশাখী টিভির প্রতিনিধি ও সাপ্তাহিক গণমানুষের খবর পত্রিকার সম্পাদক এস এম বিপ্লব ইসলাম, এসএ টিভির জেলা প্রতিনিধি কায়সার প্লাবন, বিডি গাইবান্ধা ডট নিউজ এর বার্তা সম্পাদক ও দৈনিক নতুন দিন জেলা প্রতিনিধি সঞ্জয় সাহা, মাতৃছায়ার বিশেষ প্রতিনিধি ফয়সাল জনি, সিএনএন টিভি জেলা প্রতিনিধি ও বাংলাদেশ মানবাধিকার কমিশন সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফারহান শেখ, কে টিভির জেলা প্রতিনিধি সুমন মন্ডল, যায়যায়দিনের প্রতিনিধি ও দৈনিক দর্পণ পত্রিকার সম্পাদক শফিউল ইসলাম, দৈনিক প্রতিদিনের সংবাদ এর প্রতিনিধি মাসুদ মুকুল, বিমল সরকার সাহিত্য পরিষদ ও পাঠাগার এর সদস্য মাহমুদ উর রশীদ রাসেল, রাদিয়া তামান্না, শামীম সরকার, নয়ন রায়, অমিত কুমার, শিমুল কর,রিয়াদ হাসান সহ অনেকে।