নেত্রকোণা সদর উপজেলার ৪ নং সিংহের বাংলা ইউনিয়ন পরিষদ সংলগ্ন রায়দুম রুহী গ্রামে আলমালিক সাসটিনেইবল প্রাঃ লিঃ এর উদ্যোগে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। শুক্রবার (২৪ ডিসেম্বর) এ মিলাদ মাহফিলে ‘আলমালিক সাসটেইনেবল কিন্ডারগার্টেন ‘নামে একটি স্কুলেরও উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন ৪ নং সিংহের বাংলা ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আলী আহসান সুমন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নুরুল ইসলাম মাস্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ খান।আরো বক্তব্য রাখেন সংগঠনের পরিচালনা মন্ডলীর সদস্য সুজন খান,আঃ কাদির,আঃ রাশিদ,খায়রুল, মোশাররফ হোসেন, হারেছ মিয়া,শামীম তালুকদার প্রমুখ।সঞ্চালনায় ছিলেন মাসুম।
এ অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, আলমালিক সাসটিনেইবল প্রাঃ লিঃ কোম্পানি ২০২০ সালে প্রতিষ্ঠা লাভ করে।