গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৫নং মহদীপুর ইউনিয়নে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করলেন ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল। ইউনিয়নবাসীর চিকিৎসা সেবায় রোগী পরিবহনের জন্য নিজ অর্থায়নে একটি এ্যাম্বুলেন্স উপহার দিলেন।
৫ অক্টোবর মঙ্গলবার তিনি এ্যাম্বুলেন্সটি ইউনিয়নবাসীর হাতে তুলে দেন। এসময় ইউনিয়নবাসী এ্যাম্বুলেন্স পেয়ে আনন্দ প্রকাশ করেছেন এবং চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডলের জন্য দোয়া করেছেন। বিশ্রামবাসী ও চন্ডিপুর গ্রামের বেশ কয়েকজন ব্যক্তি জানান, গত নির্বাচনের আগে তৌহিদুল ভাই যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তার সবগুলোই তিনি বাস্তবায়ন করেছেন।আমরা এবারও তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।
চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল বলেন, গত ৫ বছরে চেষ্টা করেছি মানুষের সেবা করার। ইউনিয়নবাসীর যাতে রোগী পরিবহনে কষ্ট না হয় তাই এ্যাম্বুলেন্সটি উপহার দিলাম।