ময়মনসিংহ নান্দাইল ১০ নং শেরপুর ইউনিয়ন পরিষদের ১,২,৩ নং ওয়ার্ডের সমাজকর্মী জনদরদী সৎ ও গরিবের বন্ধু ও ১০ নং শেরপুর ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনে মহিলা মেম্বার পদপ্রার্থী।
মোছা মদিনা খাতুন আমি পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে,৫ জানুয়ারিতে অনুষ্ঠিত হবে আর আমি আমার ১,২,৩ নং ওয়ার্ডের আমি মহিলা মেম্বার প্রার্থী হিসাবে সূযমুকী ফুল প্রতীক নিয়ে প্রচার চালিয়ে যাচ্ছি আমার ওয়ার্ডের সকল স্তরের জনগণের ও ভোটারদের সাথে মত বিনিময় করছি।
ও ভোটার ভাই-বোনদের কাছে আমি দোয়া ও সমর্থন প্রত্যাশী কামনা করছি।
পঞ্চম ধাপের নির্বাচনে যদি আমার ১,২,৩ নং ওয়ার্ডের সকল ভোটার ও ভাই বোনেরা আমাকে যদি এই নির্বাচনে ভোট দিয়ে এবার বিজয়ী করে যদি আমার আমি উন্নয়নমূলক কাজ করে যাব ।
আমি আমার নির্বাচনী এলাকায় ও সকল স্তরের জনগণের ও ভাই বোনদের দুখে ও সুখে পাশে ছিলাম, আমি আমার ওয়ার্ডে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করব ।
সকল ধরনের ভাতা ও সকল ধরনের কার্ড ও আমার ওয়ার্ডে সকল স্তরের জনগণের সহযোগিতায় ও গরিব দুঃখী ও অসহায় মানুষেকে আমি নিজের হাতে পৌঁছে দেবো।
আমি আমার ওয়ার্ডকে মডেল হিসেবে গড়ে তুলবো, আমি আমার ওয়ার্ডকে কে মাদক ও চাঁদাবাজি মুক্ত করব। বিগত দিনে মানুষের পাশে যেভাবে ছিলাম, এখনু এভাবে পাশে থাকবো,
আমি সকল স্তরের মানুষের কাছে দোয়া চাই আল্লাহ ভরসা।
প্রচারে ১,২,৩ নং ওয়ার্ডবাঁশির সকল স্তরের জনগণ