ময়মনসিংহ নান্দাইল 10 নং শেরপুর ইউনিয়ন পরিষদের 4 নং ওয়ার্ডের সমাজকর্মী জনদরদী সৎ ও গরিবের বন্ধু ও বাংলাদেশ আওয়ামী লীগের 10 নং শেরপুর ইউনিয়নের 4 নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শামীম ফকিরি লিটন।
শামীম ফকিরি লিটন আমি পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে,5 জানুয়ারিতে অনুষ্ঠিত হবে আর আমি আমার 4 নং ওয়ার্ডের আমি মেম্বার প্রার্থী হিসাবে তালা প্রতীক নিয়ে প্রচার চালিয়ে যাচ্ছি আমার ওয়ার্ডের সকল স্তরের জনগণের ও ভোটারদের সাথে মত বিনিময় করছি।
ও ভোটার ভাই-বোনদের কাছে আমি দোয়া ও সমর্থন প্রত্যাশী কামনা করছি।
পঞ্চম ধাপের নির্বাচনে যদি আমার 4 নং ওয়ার্ডের সকল ভোটার ও ভাই বোনেরা আমাকে যদি এই নির্বাচনে ভোট দিয়ে আবার বিজয়ী করে যদি আবার আমি উন্নয়নমূলক কাজ করে যাব ।
আমি আমার নির্বাচনী এলাকায় ও সকল স্তরের জনগণের ও ভাই বোনদের দুখে ও সুখে পাশে ছিলাম, আমি আমার ওয়ার্ডে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছি ।
সকল ধরনের ভাতা ও সকল ধরনের কার্ড ও আমার ওয়ার্ডে সকল স্তরের জনগণের সহযোগিতায় ও গরিব দুঃখী ও অসহায় মানুষেকে আমি নিজের হাতে পৌঁছে দেবো।
আমি আমার ওয়ার্ডকে মডেল হিসেবে গড়ে তুলবো, আমি আমার ওয়ার্ডকে কে মাদক ও চাঁদাবাজি মুক্ত করব। বিগত দিনে মানুষের পাশে যেভাবে ছিলাম, এখনু এভাবে পাশে থাকবো।
আমি সকল স্তরের মানুষের কাছে দোয়া চাই আল্লাহ ভরসা ,
প্রচারে 4 নং ওয়ার্ডবাঁশির সকল স্তরের জনগণ