সবার জন্য প্রয়োজন জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন এই প্রতিপাদ্য কে সামনে রেখে পলাশবাড়ীতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২১ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বুধবার সকালে উপজেলা টাউন হলে উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু বক্কর প্রধান।
আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এস এম রফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম,সহকারি কমিশনার প্রদীপ্ত রায়, উপজেলা নির্বাচন অফিসার শাহিনুর আলম,জনস্বাস্থ্য বিভাগের উপ প্রকৌশলী আরিফুল ইসলাম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর ইসলাম,প্রাণী সম্পদ কর্মকর্তা আলতাফ হোসেন , ইউপি চেয়ারম্যানগণ, পরিষদের সচিবগণসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রিপোর্টাস ইউনিটি ও প্রেসক্লাবের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন ৷