শীতের ধোঁয়া ধোঁয়া কুয়াশায় চুপিচুপি
কে যেন এলো মনের অজান্তে।
কনকনে শীতে এলো সে
পরশ দিতে একেবারে প্রানের
প’রে।
শিশির ভেজা দূর্বা ঘাসে
নীরব প্রেমের ব্যাকুলতা
শুধুই যে কাছে টানে।
গগনচুম্বী মেঘরাশির আাড়ালে
উঁকি দেয় যেনো প্রেমের তরে।
স্বপনে যারে দেখি বার বার
দিবস রজনী হৃদয়ের রস ধারায়।
আনন্দ নিকেতনে প্রাণ সাগরে সে
সুধারস ঢালে মাধুরীকুঞ্জে।
কেবলি মনে হয় সে যেনো শুধু
প্রাণের মাঝখানে, কথা কয় কানে কানে।
আমি দেখি নাই যার মুখ, কেনো জানি
মনে হয় ক্ষণে ক্ষণে এসে দোলা দেয় হৃদ মাঝে।
আমার মনের আকুলতায় এলো সে মনোচোখ মেলে,
দেখা দিলো সে হৃদয় মাঝারে আপন মনে।
মনোহরণ করে নিলো আমার
আঁধারের কালিমা মুছায়ে।।