নড়াইল লোহাগড়া উপজেলার নলদি ইউনিয়নে বিশাল নির্বাচনী জনসভা হয়েছে। বৃহস্পতিবার ( ২৩ ডিসেম্বর) বিকালে মিঠাপুর স্কুল মাঠ চত্বরে এ সভা হয়। আসন্ন ১ নং নলদি ইউনিয়ন পরিষদ নির্বাচন- ২০২১ বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম বিশ্বাস এর নির্বাচন উপলক্ষে এ নির্বাচনী জন সভা হয়। নলদি ইউনিয়ন আওয়ামী লীগের সহ- সভাপতি বাহাউদ্দিন টুটুলের সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন,নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ সুবাস চন্দ্র বোস।সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন , নড়াইল ২ আসনের সাংসদ মাশরাফি বিন মর্তুজা গর্বিত পিতা গোলাম মোর্তজা স্বপন, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ মসিউর রহমান, লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ- সভাপতি এ,কে, এম ফয়জুল হক ( রোম) প্রমুখ। হাজারো জনসমাগমে মুখরিত হয়েছিল মিঠাপুর মাঠ চত্বর। নৌকা মার্কার স্লোগান ছিল বাজার জুড়ে। দলে দলে মিছিল সহকারে নৌকা মার্কার সমর্থকরা এসে ভিড় জমে। ইউনিয়নে সকলে ঐক্য বদ্ধ হয়ে নৌকা মার্কায় ভোট দেবে বলে আশা ব্যাক্ত করেন সকলে।