উপজেলার সর্বজন পরিচিত শাহ আলম কিছুদিন আগেও পেশায় অটো ভ্যান চালক ছিলো। সারাদিন ভ্যান চালিয়ে যা উপার্জন হতো তা দিয়েই পরিবারের সদস্যদের আহার জুটিয়ে তাদের মুখে হাসি ফুটাতো এবং সুস্থ-সবল ও স্বাভাবিক জীবন যাপন করতো। কিন্তু ভাগ্যের এ যেনো বড়ই নিষ্ঠুরতা ছোট্ট একটি দুর্ঘটনায় ডান হাত হারিয়ে কর্মক্ষমতা হারিয়ে ফেলে সে, আর নতুন পরিচয়ে পরিচিত হয়ে যায় পঙ্গু-প্রতিবন্ধী শাহ আলম।
বর্তমানে আয়-উপার্জনের উৎস বলতে কিছুই নেই পরিবারে নেমে এসেছে ঘোর অমাবস্যা,মানবেতর জীবনযাপন করছে এই পরিবারটি । কর্মক্ষমতা না থাকলেও ছেলে-মেয়েদের দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে আবারো এক হাত দিয়েই ভ্যান চালিয়ে উপার্জন করতে চায় শাহ আলম।
পরিবারের সদস্যদের মুখে দু মুঠো আহার তুলে দেওয়ার জন্য তার এই আকুতি যেন পৃথিবীর আকাশ বাতাসকে ভারী করে তুলেছে।আসুন এই দুঃখী ভাইটিকে সাহায্যের হাত বাড়িয়ে দেই।
নাম-মো: শাহ আলম, পিতা মৃত-আজিজার রহমান, গ্রাম-জামালপুর(পূর্বপাড়া), থানা-পলাশবাড়ী, জেলা-গাইবান্ধা। মোবাইল নং-০১৩০১ ০১৬ ৯৬৭।