ইমদাদ সুমন, ভোলা প্রতনিধি
সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) এর ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ ফু্টবল ফেডারেশনের তত্বাবধানে ‘সাফ অ-১৯ ওমেন্স চ্যাম্পিয়নশীপ ২০২১’ এর ফাইনাল খেলা অদ্য ২২ ডিসেম্বর ২০২১ তারিখ কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল খেলায় স্বাগতিক বাংলাদেশ অ-১৯ মহিলা জাতীয় ফুটবল দল ভারত অ-১৯ মহিলা জাতীয় ফুটবল দলের বিরুদ্ধে ১-০ গোলে জয়লাভ করে ।
উক্ত প্রতিযোগিতায় ফেয়ার প্লে অর্জন করে নেপাল।
মোস্ট ভেলুএবল প্লেয়ার সাইদা আক্তার রিপা।
টপ স্কোরার অব দ্যা টুর্নামেন্ট সাইদা আক্তার রিপা (৫ গোল)।
অদ্যকার ফাইনাল খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, বাফুফে ও সাফ সম্মানীত সভাপতি কাজী মোঃ সালাহ উদ্দীন, ফিফা কাউন্সিল মেম্বার এবং বাফুফে ও এএফসি সদস্য মাহফুজা আক্তার কিরণ, বাফুফের সহ-সভাপতি আতাউর রহমান ভুঁইয়া মানিক ও মহিউদ্দিন আহমেদ মহি, এছাড়াও স্পন্সর প্রতিষ্ঠান ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আন্দুল হাই সরকার, টি স্পোর্টস এর জেনারেল ম্যানেজার তাজবির উল ইসলাম, ফাউন্ডার ভাইস চেয়ারম্যান ঢাকা ব্যাংক এটিএম হায়াতুদ্দামান খান, এমডি সিইও ঢাকা ব্যাংক ইমরানুল হক, বাফুফের সদস্য নরুল ইসলাম নুরু, সাফ সাধারণ সম্পাদক জনাব আনোয়ারুল হক হেলাল এবং বাফুফে সাধারণ সম্পাদক জনাব মোঃ আবু নাইম সোহাগ।