মাসুমা জাহান,বরিশাল ব্যুরো:
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উদ্যোগে বিসিবি একাডেমিক কাপ’২১-২২ অনুর্ধ ১৮-২১ টুর্নাামেন্টে বরিশাল বিভাগীয় রাউন্ডের ফাইনাল খেলায় ঝালকাঠি ক্রিকেট কোচিং একাডেমি চ্যাম্পিয়ান ট্রফি লাভ করেছে। আজ বুধবার সকালে পিরোজপুর ষ্টেডিয়াম মাঠে ৫০ ওভারের টুর্নামেন্টে পিরোজপুর ক্রিকেট একাডেমি দলকে ৭৭ রানে হারিয়ে ঝালকাঠি ক্রিকেট কোচিং একাডেমি চ্যাম্পিয়ান হয়। চ্যম্পিয়ান দলের দীপ দাস ১১৫ বলে ১৪৩ রান করে ‘ম্যান অব দ্যা ফাইনাল’ নির্বাচিত হয়েছে।
বরিশাল বিভাগীয় রাউন্ডের ফাইনাল খেলায় টসে জয়লাভ করে ব্যাটিং নিয়ে ৪৯ ওভারে ১০ উইকেটে ২২০ রান করে। বোলিংয়ে পিরোজপুর ক্রিকেট একাডেমি দলের আরাফাত মোস্তাকিন ৩ উইকেট শিকার করে। জবাবে পিরোজপুর ক্রিকেট একাডেমি ব্যাট করতে নেমে ৪১ ওভারে ১০ উইকেট হারিয়ে মাত্র ১৪৩ রান সংগ্রহ করতে সক্ষম হয়।
ঝালকাঠি ক্রিকেট কোচিং একাডেমির ইসলাম খলিফা ৭ ওভারে এক ওভার মেডেন লাভ করে ২৪ রানে ৩ উইকেট শিকার করে। এছাড়াও এমডি হাসিব ২ উইকেট ও মেহেদী হাসান ২ উইকেট লাভ করে। ফলাফল ঝালকাঠি ক্রিকেট কোচিং একাডেমি বরিশাল বিভাগীয় রাউন্ডে চ্যাম্পিয়ান হয়।
খেলা শেষে বরিশাল বিভাগীয় ক্রিকেট কোচ তাসরিকুল ইসলাম তোতা মিয়া বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ান ট্রফি তুলে দেন। এসময় পিরোজপুর ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।