আমি অপেক্ষায় আছি আত্মাস্পর্শী প্রেমের,
যার সন্ধান আজো পাইনি।
আত্মাস্পর্শী প্রেমের অভাবে সংসার টিকেনা অথবা
টিকে থাকে বালির বাঁধের মতো।
যা আমার মনের মতো নয় তা আমার নয়।
পায়ে শিকল নিয়ে অনেকটা পথ চলা যায়
তবে সেটা কষ্টের ও তিক্ততার।
যা চলে যায় তার জন্য আমরা মিছেই কেদেঁ বেড়াই।
যা পাই তা যদি পায়ে শিকল অথবা গলায় কাটার
মতো হয় তবে না পাওয়ার বেদনাই ভালো।
পায়ে শিকল নিয়ে যে সংসার চলে সেখানে
একমাত্র আগুনের মতো জ্বলাটাই হালাল
সমাজের চোখে বাকি সব হারাম।
বাঁধনবিহীন জীবনে অত্যন্ত ভালোবাসার
স্বাধীনতা রয়েছে।
পাওয়ার কষ্ট তীব্র হয় তখন যখন ভালোবাসায়
ফাক থাকে।
কাছে পেয়ে একলা থাকার কষ্ট থেকে আমি
বের হতে চাই।
চাই আত্মাস্পর্শী প্রেম।
বন্ধু তোমার কি একটা সুন্দর মন হবে
যা ভালোবাসবে আমার আত্মা ছুঁইয়ে।
চলতে মানা, বলতে মানা। এ জীবন অতিষ্ঠ।
এমন একজনকে চাই যে
বুঝতে পারবে আমার পথ চলা।
জানিনা এমন কেউ আছে কি না
যে আমার না বলা কথাগুলো শুনতে পায়।
আমি অপেক্ষায় আছি।
বালির বাঁধ ভেংগে যাক।
আমি চাই শক্ত বন্ধন। মরণ এলেও যা টুটবেনা।
সঙ্গী হবে কেউ কি দুর্দিনের?
অস্হি মজ্জাসহ ভালোবাসবে আছে কি কেউ?
আমি অপেক্ষায় আছি।