এই প্রথম মা মনি প্রজেক্টের ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা কোঅরডিনেটর নার্গিস আক্তার ও মিড ওয়াইফ রেজভী খাতুনের সার্বিক সহযোগিতায় নরমাল ভেলিভারীর মাধ্যমে এক নব জাতক শিশুর জন্ম হয়।
৭নং গাগলাজোড় ইউনিয়নের বরান্তর গ্ৰামের ৬নং ওয়ার্ডের বাসিন্দা মজনু মিয়াও স্ত্রী আখলিমা আক্তার এই নব জাতকের বাবা মা। কর্তব্যরত কো অরডিনেটর নার্সিস আক্তার ও মিডওয়াইফ রেজভী খাতুনের সাথে আলাপ আলোচনা করে জানা যায় -নবজাতকের মা ও নব জাতক দুজনেই সুস্থ্য ও স্বাভাবিক আছে।