বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে স্টেশন থেকে ৪কেজি ৩শত গ্রাম ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ। সান্তাহার রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে বুধবার(২২ডিসেম্বর) সকাল ১০টার দিকে সান্তাহার জংশন স্টেশনের ৩নং প্লাটফর্মের বসার জায়গায় একটি সবজির ব্যাগ থেকে এই মূর্তি উদ্ধার করা হয়। রেলওয়ে থানার ওসি সাকিউল আযমের নেতৃত্বে এস আই সাজ্জাদ হোসেন, এ এস আই মনিরুল ইসলাম ও এটি এস আই আলেনুর রহমানের সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে সান্তাহার জংশন স্টেশন দিয়ে কোটি টাকা মূল্যেরে কষ্টি পাথরের একটি মূর্তির চালান হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে স্টেশনের ৩নং প্লাট ফর্মে তল্লাশি চালিয়ে বাজারের ব্যাগের মধ্যে পরিতাক্ত অবস্থায় ৪কেজি ৩০০ গ্রাম ওজনের কোটি টাকা মূল্যের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়।
সান্তাহার রেলওয়ে থানার ওসি সাকিউল আযম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে তল্লাশি চালিয়ে পরিতাক্ত একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়।পরে স্থানিয় স্বর্ণকারকে নিয়ে এসে মূর্তি পরিক্ষা করে আসল কষ্টি পাথর বলে জানা যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মূর্তিটি রেলওয়ে থানা হেফাজতে রয়েছে।