মহেশপুরে পারিবারিক কলহের জের ধরে মিন্টু মিয়া (৩২) নামে এক যুবক কিটনাশক পান করে আত্মহত্যা করেছে।
সোমবার সকালে মহেশপুর উপজেলার বাথানগাছি গ্রামের খোকন পীরের একমাত্র ছেলে মিন্টু মিয়ার তার পরিবারের লোক জনের সাথে কলহ হয়। কলহের একপর্য়ায়ে পরিবারের লোক জনের উপর অভিমান করে কিটনাশক (ঘাষ পোড়া) পান করে। পরিবার ও এলাকাবাসী প্রথমে তাকে মহেশপুর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হলে তাকে যশোর সদর হাপাতালে রেফার করে। সেখানে তার চিকিৎসা চলছিল। চিকিৎসারত অবস্থায় বিকাল ৪ টার সময় সে মৃত্যুবরন করেন। তার এ অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।