আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু এমপি বলেছেন, যারা অপশক্তির সঙ্গে সরকার গঠন করে, তারা কোনদিন মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হতে পারে না। ঘরে মুক্তিযোদ্ধার সাইনবোর্ড টাঙিয়ে দিয়ে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, গণহত্যা করেছিল, সেই কুচক্রীমহলের সঙ্গে কোনো আপস নেই। গতকাল মঙ্গলবার বেলা ১২ টায় ঝালকাঠির শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবে জেলা আওয়ামী লীগ আয়োজিত ঐতিহাসিক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা আমু বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে রাষ্ট্রপ্রধানরা শুভেচ্ছা বাণী পাঠিয়েছেন। এই স্বীকৃত বিষয়টিকে এখনো যারা মিথ্যা করে বেড়াচ্ছেন, তারাও ইতিহাসে একদিন আঁস্তাকুড়ে যাবেন। ছাত্রলীগ ও যুবলীগের উদ্দেশ্যে সাবেক মন্ত্রী আমির হোসেন আমু বলেন, মাদক সেবনকারীরা ছাত্রলীগ ও যুবলীগের কোনো পদ পাবে না। দলীয় পদে যারা আসবে তাদের সম্পর্কে আগে থেকেই তদন্ত করে দেখা হবে, কেউ মাদকের সঙ্গে জড়িত কিনা। এর পরেই পদ দেওয়া হবে। ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলমের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির।