গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মাদক সেবনের দায়ে তিন জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
২০ডিসেম্বর সোমবার সকালে উপজেলার কামারপাড়া ইউনিয়নে
ভ্রাম্যমাণ আদালতের উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মোঃ তাইফুর রহমান এই সাজা দেন। সাজা প্রাপ্তরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় সাজা পেয়েছেন । এক জনকে ২০ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড (গাঁজা সেবনকারি ) ও বাকী ২ জনকে ২ মাসের বিনাশ্রম কারাদন্ডসহ ২০০ টাকা করে অর্থদন্ড (সেবন ও বিক্রয়কারি ) প্রদান এবং আলামত ধ্বংশ করা হয়। মোঃ তাইফুর রহমান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। সাজা প্রাপ্তদেরকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।