গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সূবর্ণ জয়ন্তি মহান বিজয় দিবস উপলক্ষে পলাশবাড়ী রিপোর্টাস ইউনিটি কে শুভেচ্ছা স্মারক প্রদান করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে রিপোর্টাস ইউনিটি পলাশবাড়ীর সহ সভাপতি সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের হাতে শুভেচ্ছা স্মারকটি তুলে দেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো.কামরুজ্জামান নয়ন।
এসময় রিপোর্টাস ইউনিটির অন্যান্য সদস্যগণসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এরআগে সাংবাদিকদের ১০০ মিটার দৌড়ে তৃতীয় স্থানের জন্য রিপোর্টাস ইউনিটির সহ সভাপতি সিরাজুল ইসলামের হাতে পুরষ্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মো.কামরুজ্জামান নয়ন।