ঝিনাইদহ জেলা প্রশাসক জনাব মো: মজিবর রহমানের, নিকট ল্যান্ড আ্যাকুইজেশন প্লান হস্তান্তর
দ্রুত সময়ের মধ্যেই বাস্তবায়ন হবে সিক্স লেন কার্যকমের। যাত্রা শুরু হলো উন্নয়নের মহাসড়কে। হতে যাচ্ছে আরও এক স্বপ্ন পুরাণ। ঝিনাইদহ জেলা প্রশাসক মো: মজিবর রহমানের নিকট ল্যান্ড আ্যাকুইজেশন প্লান (LAND ACQUISITION PLAN) হস্তান্তরের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে ঝিনাইদহ-যশোর হাইওয়ে ইমপপ্রুভমেন্ট প্রজেক্ট সিক্স লেন এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো আজ। এ উপলক্ষে নির্বাহী প্রকৌশলী ও প্রজেক্ট ম্যানেজার (১) মো: তানিমুল হক ও প্রজেক্ট ম্যানেজার (৩) কেএম নকীবুল বারী (LAND ACQUISITION PLAN) সহ সংশ্লিষ্ট অন্যান্য ডকুমেন্ট জেলা প্রশাসক মহোদেয়ের হাতে তুলে দেন।
সেসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: রাজিবুল ইসলাম খান, জেলা নির্বাচন অফিসার মো: আব্দুস ছালেক, জেলা তথ্য অফিসার মো: আবু বকর সিদ্দীকসহ জেলা প্রশাসন ও হাইওয়ে ইমপপ্রুভমেন্ট প্রজেক্ট সিক্স লেন কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
জেলা প্রশাসক মো: মজিবর রহমান সিক্স লেন কার্যক্রমের সাথে চুটলিয়ার মোড়ে গাড়ি চালকদের থাকা খাওয়ার সুবিধার্থে উন্নতমানের রেষ্ট হাউজ ও খাবারের হোটেলসহ বেশকিছু নতুন আইডিয়া সংযুক্ত করার জন্য বলেন। তিনি বলেন, আজ থেকেই এই হাইওয়ে ইমপপ্রুভমেন্ট প্রজেক্ট সিক্স লেন কার্যক্রমের আনুষ্ঠানিকবতা শুরু হলো। দ্রুত সময়ের মধ্যে ঝিনাইদহবাসিসহ এ অঞ্চলের মানুষ এর সুফল ভোগ করবেন।