বরিশালের বানারীপাড়ায় উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে ‘বেশী বেশী মাছ চাষ করি বেকারত্ব দূর করি’ স্লোগানকে সামনে রেখে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ এবং উন্নয়ন প্রকল্পের আওতায় উদ্ধুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
২০ ডিসেম্বর সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. শাহে আলম। এ সময় তিনি বলেন, প্রকৃত মৎস্য চাষীদের দেশীয় মাছ ও শামুক সংরক্ষণে সম্পৃক্ত করার পাশাপাশি বেকার যুবকদের উন্নয়ন প্রকল্পের আওতায় প্রশিক্ষণের মাধ্যমে উদ্বুদ্ধ করতে হবে। তিনি রেণু পোনা নিধন বন্ধ করতে কারেন্ট, চরগড়া ও বাধাজাল বিক্রি এবং ব্যবহার কারীদের আইনের আওতায় আনতে বলেন।
উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ এবং উন্নয়ন প্রকল্পের সহকারী পরিচালক মো. মনিরুল ইসলাম, বরিশাল মৎস্য দপ্তরের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস, প্রাণী সম্পদ অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক ও আওয়ামী লীগ নেতা কৃষিবিদ ডা. খোরশেদ আলম সেলিম, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম মোস্তফা সরদার, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন প্রমুখ।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তৃতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো.আবুল কালাম আজাদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিপীকা রাণী সেন, সমবায় কর্মকর্তা আফসানা শাখী, তথ্য আপা শিল্পী সাহা ,সৈয়দকাঠি ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মৃধা, এমপির এপিএস মো.জসিম উদ্দিন,
উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক এস মিজানুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মুন্তাকিম লস্কর কায়েস, প্রেসক্লাবের সহ-সভাপতি কেএম শফিকুল আলম জুয়েল, সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা, ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সুমম রায় সুমন, যুবলীগ নেতা শফিকুল ইসলাম দুলাল, উজ্জ¦ল তালুকদার ও মশিউর রহমান সুমন, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোঘল সুমন শাফকাত ও ফয়েজ আহম্মেদ শাওন, সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী প্রমুখ।