দিনাজপুরের খানসামা উপজেলা আঙ্গারপাড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দল থেকে অব্যহতি দিয়েছে ৩নং আঙ্গারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ।
গত রবিবার (১৯ ডিসেম্বর) ৩নং আঙ্গারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ধীমান দাসের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই অব্যহতি তথ্য জানানো হয়েছে।
বহিষ্কৃত হলেন,খানসামা উপজেলার ৩নং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ।
জানা যায়, আঙ্গারপাড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দল থেকে অব্যহতি দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় এবং বহিস্কারের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার সুপারিশ করা হয়।এ বেপারে ৩নং আঙ্গারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ধীমান দাসকে দায়িত্ব অর্পণ করা হয়।
এছাড়াও, অত্র ইউনিয়নের আওয়ামী লীগসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের যে সকল নেতাকর্মী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নৌকা মার্কার বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করবে তাদের বিরুদ্ধেও তদন্ত পূর্বক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য ধীমান দাসকে আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।