গাইবান্ধায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে একই পরিবারের পাঁচজন গুরুত্বর আহত হয়েছেন। আহতদের গাইবান্ধা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার(১৯ ডিসেম্বর) সকালে ৯ ঘটিকায় গাইবান্ধা সদর উপজেলার চকমামরোজপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শাহিন মিয়া বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় অভিযোগ দায়ের করেন। একই পরিবারের আহতরা হলেন, শামিম মিয়া(৩০) ও স্ত্রী হ্যাপি বেগম(২৫)। বাবু মিয়া(২৫) ও শাহনাজ বেগম(২৮), এদের মধ্যে শামিম মিয়া এবং শাহনাজ বেগমের অবস্থা আশংকাজনক।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন থেকে শাহিন মিয়া ও তার পরিবার পৈত্রিক ১৪ শতাংশ জমি ভোগদখল করে আসছিল। একই গ্রামের পাভেল মিয়া ও ফুরাদুজ্জামানের লোকজন ঐ জমির মালিকানা দাবি করে একাধিকবার তা দখলের চেষ্টা চালায়। রোববার বিকেলে হঠাৎ করে পাভেল মিয়া ও ফুরাদুজ্জামানের লোকজন ঐ জমিতে টিন দিয়ে বেড়া দিলে শাহিন মিয়াসহ তার পরিবার এতে বাধা দেয়। এ সময় উত্তেজিত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে শাহিন মিয়া ও পরিবারের উপর অতর্কিত হামলা চালায় পাভেল ও ফুরাদুজ্জামানের লোকজন। হামলায় শাহিন মিয়াসহ তার পরিবারের চার সদস্য গুরুত্বর আহত হয়। এ সময় স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে আশংকাজনক অবস্থায় আহতের উদ্ধার করে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত আব্দুর রউফ জানান, ঘটনাটি শোনার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের পরিবারের পক্ষ থেকে চারজনের নাম উল্লেখ করে থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। ঘটনাটি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।