কাহার প্রেমে হয়ে মগ্ন
হয়েছে আকাশ এত নগ্ন?
আকাশ উপুর হয়ে দেখছে জল
আকাশ উপুর হয়ে দেখছ স্থল,
প্রেম যে তাহার কাহার সনে
ভাবছি আমি মনে মনে।
যদি আকাশ চায়রে শুধু স্থল
বাস্প হয়ে যাবেনা ফিরে তার বুকেতে জল,
যদি আকাশ চায়রে শুধু জল
জলাধার হবেনারে স্থল;
কোন রূপেতে মুগ্ধ হয়ে
জলের উপর স্হলের উপর আকাশ যায়রে বয়ে।
জল চায় স্থল
স্থল চায় জল,
জলে স্থলে হলে একাকার
চলে বুঝি তখনই মধুর অভিসার;
জলে স্থলে তাইতো আকাশের শুভ দৃষ্টি
জলে স্থলে মিলেই চলে সৃষ্টি আর অনাসৃষ্টি।
স্থলে যখন চলে জলের মেলা
যায়রে জমে দারুন খেলা,
জলে স্থলে হয়ে আকৃষ্ট
চলছে বুঝি এই বিশ্ব;
প্রকৃতির সাথে মানব জীবনের মিল রয়েছে
মনে হয় একই নিয়মে ভালোবাসা চলছে।