বরগুনার পাথরঘাটা থেকে দক্ষিণে বঙ্গোপসাগরের বিষখালী ও বলেশ্বর মোহনায় মাছ ধরার সময় ট্রলার থেকে ছিটকে পড়ে মো. শাহিন মিয়া (৩৫) নামে এক জেলে নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ ওই জেলের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের বাদুরতলা গ্রামে। তার বাবার নাম আ. ছোমেদ। নিখোঁজ জেলে বাদুরতলার আনছার খানের মালিকানা এফবি সিমা-২ ট্রলারের শ্রমিক।
জেলা মৎসজীবী ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।
এফবি সিমা-২ ট্রলারের মালিক আনসার খাঁনের বরাত দিয়ে গোলাম মোস্তফা চৌধুরী জানান, বৃহস্পতিবার ১৬ ডিসেম্বর ভোর রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ট্রলারের এক পাশে বসেন জেলে শাহিন। এরপর তুফানের তোড়ে ট্রলার থেকে ছিঁটকে পড়ে যান তিনি। কিছুক্ষণ পর ওই ট্রলারে থাকা অন্য জেলেরা তাকে দেখতে না পেয়ে খোঁজ করতে থাকেন। এরপর থেকে তার খোঁজ মেলেনি।
এর আগে গত ৮ ডিসেম্বর ট্রলারের মাঝি জাকিরের নেতৃত্বে পাথরঘাটা ঘাট থেকে ১২ জেলে সাগরে মাছ ধরার জন্য সমুদ্রে যায়।
এদিকে ঘটনার পর শুক্রবার ১৭ ডিসেম্বর সকাল থেকে তিনটি ট্রলার নিখোঁজ শাহিনের অনুসন্ধানে বঙ্গোপসাগরে পাঠায় জেলা ট্রলার মালিক সমিতি। কিন্তু দুদিনেও তার খোঁজ মেলেনি।
কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেফটেনেন্ট এইচ এম এম হারুন অর রশীদ জানান, নিখোঁজ জেলেকে উদ্ধারে অভিযান চলছে।