নওগাঁর ধামইরহাটে আত্নরক্ষা কৌশল ও অত্ন¥বিশ্বাস উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। ১৮ ডিসেম্বর সকাল ১০ টায় সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গ্রীণ ভয়েস বাংলাদেশ ও এর সহযোগি সংগঠন বলিয়ান নারী বহ্নিশিখার যৌধ আয়োজনে ০৭ দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়। প্রধান শিক্ষক আব্দুর রহমান সাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, রাজশাহী বহুমূখী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব উর রহমান, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিহা ইয়াসমিন, গ্রীণ ভয়েসের প্রধান সমন্বয় আলমগীর কবির, প্রশিক্ষক শাহজাহান আলী, দেওয়ান সাজু ও জেরিন তাসনিম, অনুষ্ঠানের সঞ্চালন মাশরুফা জান্নাত মিম প্রমুখ উপস্থিত ছিলেন। এ প্রশিক্ষণের মাধ্যমে নারীরা তার আত্নরক্ষার কৌশল জানতে পারবে।
ধামইরহাটে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। ১৮ ডিসেম্বর বেলা সোয়া ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অভিবাসী দিবস উপলক্ষে একটি র্যালী উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। র্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সহকারী কমিশনার (ভূমি) সিব্বির আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, পল্লী উন্নয়ন কর্মকর্তা রামানন্দ সরকার, বিএমডিএ প্রতিনিধি আব্দুস সোবহান সাফি, সরকারি এম এম কলেজের প্রদর্শক আবু সাঈদ, কেজি স্কুলের প্রধান শিক্ষক আব্দুল বারী, শিক্ষক রবিউল ইসলাম টাইগার, ধামইরহাট প্রেস ক্লাবের সভাপতি আব্দুল আজিজ মন্ডল, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবুমুছা স্বপন, সাংবাদিক মাসুদ সরকার, পাস্কায়েল হেমরম প্রমুখ উপস্থিত ছিলেন।
ধামইরহাটে মুক্তিযুদ্ধের বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের শোভাযাত্রা
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে মহান মুক্তিযুদ্ধের বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উৎসব মুখর পরিবেশে শোভাযাত্রা বের করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১৮ ডিসেম্বর বেলা ১১ টায় ধামইরহাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলদার হোসেন, সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম ও উপজেলা চেয়ারম্যান আজাহার আলীর নেতৃত্ব একটি বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোফাজ্জল হোসেন সরকার, বন ও পরিবেশ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জাহিরুল ইসলাম, উপজেলা যুবলীগ সভাপতি জাবিদ হোসেন মৃদুু, সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সহ-সভাপতি সেলিম মাহমুদ রাজু, পৌরসভার প্যানেল মেয়র মেহেদী হাসান, কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি দেওয়ান জাহিদ হাসান, শ্রমিকলীগের সভাপতি সহিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান হোসাইন, সম্পাদক আহসান হাবীব পান্নু, সহ-সভাপতি কাশ্মির আহমেদ, নুর আলম বাবু, পৌর যুবলীগের সভাপতি ফারুক হোসেন, সম্পাক মাহবুব আলম বাপ্পী, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পাস্কায়েল হেমরম, সম্পাদক আনন্দ কুমার শীলসহ সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।