বানারীপাড়ায় আজ বিকাল চারটায় উত্তরকুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত দ্বিতল নতুন ভবনের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বরিশাল-২ আসনের সংসদ সদস্য জনাব মোঃশাহে আলম। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম তালুকদার। সহকারী শিক্ষক মোঃ রাজু আহমেদ রাজু’র সঞ্চালনায় উদ্বোধনের পু্র্বে আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বানারীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ গোলাম ফারুক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুল হুদা তালুকদার, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, উপজেলা প্রকৌশলী মোঃহুমায়ুন কবির, অফিসার ইন চার্জ মোঃ হেলাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা মোঃ খোরশেদ আলম, উত্তরকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া আকতার,বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের নেতা সুমন সিদ্দিকী, এছাড়া ও অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন সৈয়দকাঠি ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মৃধা, সাবেক চেয়ারম্যান মোঃ মন্নান মৃধা, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি হাফিজুর রহমান মামুন, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ সেলিম বেপারী, উপজেলা কৃষকলীগের যুগ্ম-আহবায়ক মোঃ কামাল হোসেন বিপ্লব, বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক মুনতাকীম লস্কর কায়েস, সাংবাদিক সরদার নজরুল ইসলাম, সৈয়দকাঠি ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য আবুল কালাম বালী, ডোনার সদস্য মোঃ শাহজাহান বেপারী,
সাবেক সরকারী কর্মকতা আকতার হোসেন, মোঃ রহুল আমিন চৌধুরী, যুবলীগ নেতা মহসিন রেজা,সিরাজুল ইসলাম মিঠু, শাকিল খান তপু, মোঃ নাছিম, বাইশারী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ ফরিদ হোসেন।
প্রধাণ অতিথির বক্তব্যে এম পি মোঃশাহে আলম বলেন বানারীপাড়ায় শিক্ষার মান উন্নত করতে অভিভাবক ও শিক্ষকদেরকে গভীর মনোযোগী হওয়ার আহবান জানান। বানারীপাড়ার সার্বিক উন্নয়নে আমার কর্মসূচি আমৃত্যু চলমান থাকবে।