“শিক্ষার আলো ছড়িয়ে দিতে হও একসাথে যুক্ত,
ঘুচিয়ে দাও দরিদ্রতা, করো পথশিশু মুক্ত”
এই মহা মন্ত্রকে সামনে রেখেই ২০১৯ সাল থেকে সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে রৌদ্দুর স্বেচ্ছাসেবী সংগঠন। তারই ধারাবাহিকতায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে গত ১৭ই ডিসেম্বর রোজ শুক্রবার রাতে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা বারোবাজারে দরিদ্র শিশুদের মাঝে শীত বস্ত্র বিতরন অনুষ্ঠান পালন করেন রৌদ্দুর স্বেচ্ছাসেবী সংগঠন।
উক্ত অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে রৌদ্দুর বিভিন্ন মহল থেকে অর্থসাহায্য গ্রহন করে। রৌদ্দুর স্বেচ্ছাসেবী সংগঠন সকলকে অশেষ ধন্যবাদ জানাই রৌদ্দুরের পাশে থেকে কালীগঞ্জের বারো বাজারের দরিদ্র-অসহায়দের শিশুদের সাহায্য করার জন্য। রৌদ্দুর কৃতজ্ঞ জানাই তাদের নিকট যারা এমন মহৎ হৃদয়ের পরিচয় দিয়েছেন, চিরকৃতজ্ঞ থাকবে রৌদ্দুর স্বেচ্ছাসেবী সংগঠন।
উক্ত, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ- জনাব, আবুল কালাম আজাদ (চেয়ারম্যান ৯ নং বারোবাজার ইউনিয়ন,কালীগঞ্জ,ঝিনাইদহ।)
আরও, উপস্থিত ছিলেন রৌদ্দুর স্বেচ্ছাসেবী সংগঠন এর সকল পর্যায়ের সদস্য ও স্বেচ্ছাসেবকগণ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব, রাব্বি ইসলাম ( সভাপতি, রৌদ্দুর স্বেচ্ছাসেবী সংগঠন)
রৌদ্দুর স্বেচ্ছাসেবী সংগঠন এর সভাপতি রাব্বি ইসলাম জানান আমরা আমাদের সর্বচ্চটুকু দিয়ে কাজ করছি অসহায় দুস্থ মানুষের জন্য আমরা ইতি মধ্য কালীগঞ্জ পৌরসভার পথ শিশুদের মাঝে প্রাথমিক চিকিৎসা সামগ্রী, শিক্ষা সামগ্রিক ও শীত বস্ত্র এবং খাদ্য সামগ্রী বিতারন করছি। তাদের জন্য কাজ করছি কাজের এ ধারা চলমান থাকবে আপনারাও আপনাদের নিজ নিজ স্থান থেকে সমাজের অসহায় দুস্থ মানুষকে পথ শিশুদের জন্য কাজ করুন।