বিরামপুর পৌরসভার আয়োজনে আলহাজ্ব গুল মোহাম্মদ মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
(১৭ডিসেম্বর) শুক্রবার বিকেল ৩ টায় ইসলামপাড়ায় আনছার মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
বিরামপুর পৌরসভার আয়োজিত ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানে ফুটবল ধারা ভাষ্যকার আসাদুজ্জামানের সঞ্চালনায় ও পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুগ্ম-সচিব, পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হুমায়ুন কবীর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার, ঘোড়াঘাট পৌরসভা মেয়র আব্দুস সাত্তার মিলন, সিনিয়র সহকারী পুলিশ সুপার একেএম ওহেদুন্নবী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার মহন্ত।
এসময় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিবেশ কুন্ডু ও নাড়ু গোপাল কুন্ডু, যুগ্ন-সাধারণ সম্পাদক গোলজার হোসেন, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন, বিরামপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ মেসবাউল হক, সোনালী স্বপ্ন ক্রীড়া সংঘের প্রধান উপদেষ্টা ও সাবেক পৌর কাউন্সিলর ওবায়দুল মিনহাজ, ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোজাফফর রহমান, বিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিহুর রহমান, বিরামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আকরাম হোসেন,সুধীজন,গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন এলাকা হতে আগত ক্রীড়াপ্রেমীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
উক্ত ফাইলান ফুটবল টুর্নামেন্ট খেলায় নবাবগঞ্জ লাইব্রেরী ও ক্লাব ও ঘোড়াঘাট খেলোয়ার কল্যাণ সমিতির খেলা অনুষ্টিত হয়। এর মধ্যে ২-৩ গোলে নবাবগঞ্জ লাইব্রেরী ও ক্লাবকে পরাজিত করে ঘোড়াঘাট খেলোয়ার কল্যাণ সমিতি চাম্পিয়ন হয়।
বিজয়ী দলকে প্রথম পুরষ্কার দেয়া হয় ৩৫ হাজার টাকা ও পরাজিত দলকে দ্বিতীয় পুরষ্কার হিসেবে দেয়া হয় ২৫ হাজার টাকা।
উক্ত ফুটবল টুর্নামেন্ট খেলাটি পরিচালনা করেন বিরামপুর সোনালী স্বপ্ন ক্রীড়া সংঘ ও মাদক নির্মূল কমিটি পৌরসভার ৪নং ওয়ার্ড।