নতুন আঙ্গিকে, মুক্তিযুদ্ধের চেতনায়, সত্য প্রকাশে আপসহীন, দেশ বিদেশের নিরপেক্ষ সংবাদের প্রকৃত চিত্র তুলে ধরার প্রত্যয়ে চরফ্যাশনে “সংবাদ চিত্র” নামের নিউজ পোর্টাল এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে৷
চরফ্যাশন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র মোঃ মোরশেদ, চরফ্যাশন উপজেলা আওয়ামিলীগের সহ-সভাপতি ও চরফ্যাশন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কায়সার আহমেদ দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মহাজন, চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন, কাউন্সিলর আকতারুল আলম সামু৷ এছাড়াও চরফ্যাশন উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, শিক্ষক, সমাজকর্মী সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷
উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি পত্রিকা হচ্ছে সমাজের দর্পন। একমাত্র গণমাধ্যই পারে সরকারের সহযোগী হয়ে উন্নয়নের সহযাত্রী হতে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং ইতিবাচক সমালোচনার মাধ্যমে সরকারের ভুলত্রুটি চিহ্নিত করে সংশোধনের সুযোগ করে দিতে পারে। আমরা আশা করব, সংবাদ চিত্র সরকারের উন্নয়নের সহযোগী হয়ে কাজ করবে৷ এটি হবে গণমানুষের কন্ঠস্বর।