নোয়াখালীর বেগমগঞ্জের কিশোর গ্যাং লিডার ও শাকিল বাহিনীর প্রধান ইয়াছিন আরাফাত শাকিলকে (২২) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ১৬ নং কাদিরপুর ইউনিয়নের লন্ডনী মার্কেটের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়। শাকিল একই ইউনিয়নের ঘাটলা গ্রামের বনগাজী বাড়ির সামছুল হকের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গ্রেফতারকৃত শাকিলের মোবাইলে বিভিন্ন মেয়েদের অশ্লীল স্থীর চিত্র ও ভিডিও চিত্র পাওয়া গেছে। এসব মেয়েদের প্রলোভনে ফেলে সু-কৌশলে তাদের অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করতো সে।
মো. সাইফুল ইসলাম আরও বলেন, আমরা তার মুঠোফোন জব্দ করেছি। তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে বেগমগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।