ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে।বৃস্পতিবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনটির কর্মসূচি শুরু হয়।
পরে সকাল ৭টায় ঝিনাইদহ জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরের মুজিব মোড়ে প্রেরণা -৭১ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দেওয়া হয়।
এসব কর্মসূচির মধ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে। একে একে জেলা প্রশাসন,মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ সুপার, সিভিল সার্জন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সমাজতান্ত্রিক দল, সড়ক ও জনপথ বিভাগ, এলজিইডি, জনস্বাস্থ্য প্রকৌশল, শিক্ষা প্রকৌশল, ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতি, ঝিনাইদহ প্রেসক্লাব, সরকারি পলিটেকনিক কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, রাজনৈতিক ও বেসরকারি উন্নয়ন সংস্থা ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।