নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে জাতীয় বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
এই উপলক্ষে বৃহস্পতিবার সোনারগাঁয়ে সাবেক নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি ও মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মো:শাহ সোহাগ রনি
উদ্যোগে বিশাল বিজয় র্যালী অনুষ্ঠিত হয়।
দিনটিকে স্মরণীয় করে রাখতে বিজয় র্যালী ও বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন মহান মুক্তিযুদ্ধে সম্মুখ সমরে অংশ নেওয়া মুক্তিযোদ্ধাদের সন্তান, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী।
সাবেক ছাত্রলীগ নেতা হাজী শাহ মোঃ
সোহাগ রনি বলেন, দেশের স্বাধীনতার আন্দোলনে যেভাবে মুক্তিযোদ্ধারা নিজেদের জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পরেছিলেন, ঠিক তেমনিইভাবে সোনারগাঁয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশের যেকোন দুর্যোগ দুর্দশায় এক হয়ে ঝাঁপিয়ে পরতে হবে। দেশকে উন্নতির সোপানে নিয়ে যেতে এক সাথে কাজ করতে হবে।’
তিনি আরও বলেন, বিজয় দিবসে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর ৫০তম বছর পূর্ণ হওয়ায় সকল দেশবাসী ও সোনারগাঁয়ে
জনগণকে বিজয়ী শুভেচ্ছা জানিয়ে মোগরাপাড়া ইউপি নির্বাচনের পিছনে ষড়যন্ত্রকারীদের রুখে দিতে সবার সহযোগিতা করতে হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ইউপি নির্বাচনে ভোটের মাধ্যমে বিজয়ী করে মোগরাপাড়া ইউনিয়নের জনগণের সেবা করার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ ।