বরিশাল-নবগ্রাম সড়কের ধর্মাদীতে চলন্ত ম্যাজিক গাড়িতে চালক স্ট্রোক করায় পাশ্ববর্তী পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক নিহত হয়। আহত হয়েছে গাড়িতে থাকা বর যাত্রীর ১৫ জন সদস্য।
গতকাল বুধবার (১৫ ডিসেম্বর) রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত চালকের নাম সজিব (২২)। তার বাড়ি ঝালকাঠির নবগ্রাম।
জানা গেছে, বরযাত্রী নিয়ে নবগ্রাম যাচ্ছিলেন চালক সজীব। পথিমধ্যে বুকে ব্যাথা অনুভব করলে হাতেম আলী কলেজ চৌমাথায় কিছুক্ষণ বিশ্রাম নেয়। এরপর পুনরায় গাড়ি যাত্রা শুরু করে। ধর্মাদী এসে পৌছালে পুনরায় বুকে ব্যাথ অনুভব করে। তাৎক্ষণিকভাবে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী পুকুরে পড়ে যায়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চালককে নেয়ার পথেই মারা যায়।