দিনাজপুরের খানসামা উপজেলায় বীর মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা,আলোচনা সভা, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার মহান বিজয় দিবস ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী -২০২১ উপলক্ষে খানসামা উপজেলা প্রশাসনের আয়োজনে খানসামা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে দুপুরে বীর মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা,আলোচনা সভা, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিকালে সারাদেশের ন্যায় একযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাথে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপজেলা ইউএনও রাশিদা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী।
এসময় উপস্থিত ছিলেন খানসামা উপজেলার এসিল্যান্ড মারুফ হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন,ওসি কামাল হোসেন, উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন সহ বীর মুক্তিযোদ্ধাগণ,উপজেলার বিভিন্ন কর্মকর্তাগণ ও আওয়ামী লীগের সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।