দিনাজপুরের খানসামায় নানা আয়োজনে বিজয়ের ৫০ বছর পূর্তী ও মহান বিজয় দিবস পালিত হয়।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিজয়ের ৫০ বছর পূর্তি ও মহান বিজয় দিবস উপলক্ষে খানসামা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন,র্যালী সহকারে পাকেরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পার্ঘ অর্পণ, সকল শহীদদের স্মরণে ১ মিনিট নিরাপত্তা পালন ও শপথ গ্রহণ অনুষ্ঠিত।এদিকে উপজেলা পরিষদ,উপজেলা প্রশাসন,মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, খানসামা থানা,উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,পাকেরহাট সরকারি কলেজ ও বিভিন্ন প্রতিষ্ঠান পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে দিবসটি পালিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, খানসামা উপজেলার ইউএনও রাশিদা আক্তার, এসিল্যান্ড মারুফ হাসান,খানসামা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা আহমেদ শাহ, সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন,খানসামা থানা ওসি কামাল হোসেন,উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন,পাকেরহাট সরকারি কলেজের অধ্যক্ষ শাহাদাত হোসেন সবুজ সহ উপজেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, উপজেলার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ ও উপজেলা আওয়ামী লীগের সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।