বগুড়ার সান্তাহার জংশন স্টেশনে মাদকের ক্ষতিকর প্রভাব লেখা সম্বলিত ফেস্টুন স্ট্যান্ড বিতরন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় সান্তাহার জংশন স্টেশন মাস্টারের কক্ষে সান্তাহার মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পক্ষ থেকে মাদকের সচেতনতা বৃদ্ধি ফেস্টুন স্ট্যান্ড বিতরন করা হয়েছে।পরে স্টেশনের ৪ নাম্বার প্লাটফর্মে এই ফেস্টুন স্ট্যান্ড স্থাপন করা হয়। সান্তাহার মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক নাজিম উদ্দিন এই ফেস্টুন স্ট্যান্ড সান্তাহার জংশন স্টেশনের স্টেশন মাস্টার রেজাউল করিম ডালিমের কাছে হস্তান্তর করেন। এ সময় সান্তাহার মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা উপস্থিত ছিলেন। সান্তাহার মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক নাজিম উদ্দিন বলেন, মাদকের ক্ষতিকর প্রভাব বিস্তার রোধে প্রশাসনের হস্তক্ষেপের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। সান্তাহার জংশন স্টেশন দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। পাশাপাশি স্টেশন দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীরাও চলাচল করে। মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সকলকে সচেতন করতে মাদকের ক্ষতিকর প্রভাব লেখা সম্বলিত ফেস্টুন স্ট্যান্ড ভূমিকা পালন করবে।