সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে যথাযথ মর্যাদায় দেশরক্ষায় সেই মহান আত্মত্যাগীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে রাণীশংকৈল রিপোর্টার্স ইউনিটি (RRU)।
বাংলাদেশ নামক ভূখন্ডের স্বাধীনতা ছিনিয়ে আনতে যারা প্রাণ দিয়েছেন, সেই সব বীর শহীদ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মহান বিজয় দিবস ও স্বাধীনতার ৫০ বছরের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিনম্র শ্রদ্ধায় ভোর ৬ টা ২০ মিনিটে রাণীশংকৈল খুনিয়াদীঘি স্মৃতিসৌধে এ পুষ্পস্তবক অর্পণ করে এ সংগঠনটি।
এসময় উপস্থিত ছিলেন, রাণীশংকৈল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রকি , সাংগঠনিক সম্পাদক অভিশেখ চন্দ্র রায়, কোষাধ্যক্ষ মো: সাহিদ হাসান, কার্যকরী সদস্য মো: রবিউল ইসলাম আরো উপস্থিত ছিলেন এ সংগঠনের সকল সহকর্মী বৃন্দ।