১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ| ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ| ১১ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি| রাত ৩:০৯| শরৎকাল|
Title :
ময়মনসিংহের ফুলপুরে ৬০পিস ইয়াবা সহ গ্রেফতার ১। রাস্তার বেহাল অবস্তায় সাধারণ মানুষের চলাফেরার ভোগান্তির শেষ নেই। জিকে গউছের মুক্তির দাবীতে চুনারুঘাট উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল সাবেক এমপি জালাল উদ্দিন তালুকদারের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত দুর্গাপুরে রুসার আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম উদ্বোধন বালিয়াডাঙ্গীতে আইন শৃঙ্খলা ও সন্ত্রাসী নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পূর্বধলায় ভারতীয় মদসহ দুই মাদক ব্যবসায়ী আটক নাগরপুর উপজেলা নির্বাহী অফিসারের পরিচিতি সভায় নাগরপুর উপজেলা আওয়ামী লীগ নোয়াখালীতে যুবলীগ নেতাকে গলা কেটে হত্যা, ইয়াবাসহ প্রধান আসামি গ্রেফতার সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবলার চিশতীকে ইউএনও’র ফুলেল শুভেচ্ছা

শহীদ বুদ্ধিজীবী দিবস’ উপলক্ষে ইউকে বিডি টিভির শোকার্ত হৃদয়ের শ্রদ্ধা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

——————————————————হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ
  • Update Time : বুধবার, ডিসেম্বর ১৫, ২০২১,
  • 68 Time View

১৯৭১ সালের মহাণ মুক্তিযুদ্ধে বিজয়ের দুদিন আগে পাকহানাদাররা এদেশের বরেণ্য শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের ধরে নিয়ে যায়। নিষ্ঠুর নির্যাতনের পর পাকিস্তানী হানাদার বাহিনী বাঙালি জাগরণের অগ্রদূত এদেশের সূর্য -সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করেছিলো। আজ জাতির শ্রেষ্ঠ সন্তানদের হারানোর স্মৃতিঘেরা শোকাবহ দিন। । শহীদ বুদ্ধিজীবী দিবস আমাদের মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক কালো অধ্যায়।
শহীদ বুদ্ধিজীবী দিবস’ উপলক্ষে ইউকেবিডি টিভির উদ্দ্যোগে গত মঙ্গলবার (১৪ ডিসেম্বর) লন্ডন সময় বিকাল ৫ ঘটিকায় শোকার্ত হৃদয়ের শ্রদ্ধা” শীর্ষক এক আন্তর্জাতিক ভার্চুয়ালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউকে বিডি টিভির চেয়ারম্যান. জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইউকের সভাপতি মকিস মনসুর এর সভাপতিত্বে‌ এবং ইউকেবিডি টিভির ম্যানেজিং ডিরেক্টর ও বৃস্টল যুবলীগের সভাপতি ইঞ্জিনিয়ার খায়রুল আলম লিংকন এর যৌথ উপস্থাপনায় অনুষ্ঠিত আন্তর্জাতিক ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ রাজনীতিবিদ সুলতান মাহমুদ শরীফ,বামিংহামস্থ বাংলাদেশ হাইকমিশনের সহকারী ভারপ্রাপ্ত হাইকমিশনার হ্যার এক্সেলেন্সি স্বর্ণালী চন্দ, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান উপ-কমিটির সদস্য, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি জননেতা লিয়াকত শিকদার, ৬০ এর দশকে মৌলভীবাজার মহকুমা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুজাউল করিম ,বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ কমিটির সদস্য সাবেক ডেপুটি সারজেন্ট-এট- আর্মস সাদরুল আহমদ খান পলিট, ঘাতক দালাল নিমূল কমিটি নিউইয়রক এর সাধারণ সম্পাদক স্বীকৃতি বড়ুয়া, ও মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফয়ছল মনসুর সহ অন্যান্য নেতৃবৃন্দ। খবর বাপসনিউজ।এতে
কবিতা আবৃত্তি করেন বাচিক শিল্পী শ্রাবন্তী বড়ুয়া.
“যুদ্ধাপরাধী, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি, ১৫ অগাস্টের খুনিদের দোসরদের দেশের বিরুদ্ধে চক্রান্ত এবং তাদের মদদ দেওয়া আন্তর্জাতিক শক্তি সম্পর্কে জাতিকে সতর্ক থাকার” আহ্বান জানিয়ে আলোচনা সভার প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন,মহান মুক্তিযুদ্ধে দখলদার পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র মুক্তিসংগ্রামের মাধ্যমে বাঙালি জাতি যখন বিজয়ের দ্বারপ্রান্তে, এদেশের বুদ্ধিজীবী সম্প্রদায় জাতি ও রাষ্ট্র গঠনে যখন তৎপর, ঠিক তখনই জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যার মাধ্যমে স্বাধীন পরবর্তী বাংলাদেশকে মেধা শূন্য করার নীল প্রণয়ন করে, নৃশংসভাবে তাদের হত্যা করে, সে ষড়যন্ত্র আজও বিদ্যমান।
আজ আমাদের শপথের দিন, ঘুরে দাঁড়াবার দিন বলে উল্লেখ করে বক্তারা বলেন ১৪ ডিসেম্বর রাতে পাকিস্তানি বাহিনী তাদের দেশীয় দোসর কুখ্যাত রাজাকার, আলবদর ও আলসামস বাহিনীর সহায়তায় দেশের শ্রেষ্ঠ সন্তানদের বেছে-বেছে হত্যার যে নীল-নকশা প্রণয়ন করেছিল, নৃশংসভাবে বুদ্ধিজীবীদের হত্যা করেছিল, সে ষড়যন্ত্র আজও অব্যাহত রেখেছে স্বাধীনতাবিরোধী ও তাদের বংশধর। আজও বিভিন্ন ওয়াজ মাহফিলে, রাজনৈতিক সেমিনার-সভায় দেশের স্বাধীনতার পক্ষের বুদ্ধিজীবীদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো হচ্ছে, ধর্মী অপব্যাখ্যা ছড়িয়ে হত্যার ফতোয়া দেওয়া হচ্ছে।
বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়ে বলেন
আজকের তরুণ প্রজন্ম ছাত্রসংঘের কথা জানে না, জানে ছাত্র শিবিরের কথা। তারা বিএনপি-জামাতের অপরাজনীতির কথা জানে না, জানে খালেদা জিয়া অসুস্থতার কথা। নতুন প্রজন্মকে জানার আগ্রহ তৈরি করতে হবে। হাতের মোবাইল দিয়ে প্রযুক্তির সহায়তায় আমাদের জন্ম পরিচয় সেই মহান মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে, বন্ধুদেরও জানাতে হবে এবং স্বাধীনতাবিরোধী রাজাকার ও রাজাকার বংশধরদের বয়কট করতে হবে, তাদের সকল ধরনের ষড়যন্ত্র প্রতিহত করতে আমাদদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এই হোক আজকের এই দিনে আমাদের দীপ্ত শপথ বলে সকল বক্তারা অভিমত ব্যাক্ত করেছেন,।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category