বগুড়ার সান্তাহার এলাকায় বিআইআরএস নামের কারখানাটিতে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে আগুনের ঘটনা ঘটে। এতে ৫ শ্রমিকের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক অবস্থায় লাশগুলো সনাক্ত করা না গেলেও ওই দিন রাতে রাজশাহী থেকে সি আই ডির একটি টিম ঘটনাস্থলে আশে।পরে ওই দিন রাতেই একজনের লাশের পরিচয় সনাক্ত করা হয়।এবং পরের দিন বুধবার বাকিঁ ৪ জনের লাশের পরিচয় সনাক্ত করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়। মৃত ব্যক্তিরা হলেন সান্তাহার নতুন বাজার ঘোড়া ঘাট এলাকার মৃত আফসার উদ্দিনের ছেলে আব্দুল খালেক (৫০),উপজেলার সান্দিরা এলাকার নাসির হোসেনের ছেলে শাহাজান আলী(২৮), সান্তাহার কোমল দোগাছী এলাকার লুৎফর রহমানের ছেলে সিহাব হোসেন (১৪),উপজেলার পালোয়ান পাড়া গ্রামের হাসান আলীর ছেলে ইমন আলী মন্ডল(১৫)ও উপজেলার ছাতনী এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে বেল্লাল হোসেন(৫৫)।
উল্লেখ্য, প্লাস্টিক কারখানায় আগুন ও হতাহতের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সালাউদ্দিন আহমেদকে প্রধান করে এ কমিটি করা হয়। মঙ্গলবার রাতে বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ আলী বেগ জানান, জেলা প্রশাসনের পক্ষে এক তদন্ত কমিটি করা হয়েছে।