প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে অশ্লীল বক্তব্য দেয়ার অভিযোগ বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল ও কেন্দ্রীয় বিএনপি নেতা মোছাদ্দেক আলী জায়গীরদার সহ ১৭ বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
আজ বুধবার (১৫ ডিসেম্বর) বরিশাল সিটি কর্পোরেশনের ৩০ নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদ হোসেন কালাম মোল্লা বাদী হয়ে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন। মামলায় নামধারী ২ জনসহ ১০/১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে পরবর্তী আদেশের জন্য তারিখ ধার্য করেন।
মামলার বরাত দিয়ে আইনজীবী নাসির আহমেদ খান বাবুল জানান, গত ১ অক্টোবর জাতীয়তাবাদী নাগরিক কমিটি আয়োজিত ”বাংলাদেশ ও শহীদ জিয়াউর রহমান” শীর্ষক আলোচনা সভায় জাতির জনক বঙ্গবন্ধুর জেষ্ঠ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তিমূলক, কুরুচিপূর্ণ, মিথ্যা ও অশালীন বক্তব্য প্রদান করে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল এবং মোসাদ্দেক আলী জায়গীরদার নামক পেইজে শেয়ার করেন। এছাড়া অজ্ঞাতনামা আসামীরা বিভিন্ন গ্রুপ, ফেসবুক পেইজ ও ইউটিউবে করে।
এই ভিডিও দেখে বাদী এবং স্বাক্ষীরা মর্মাহত এবং ক্ষুব্ধ হয়েছে।
এ সময় অন্যান্য আইনজীবীদের মধ্যে সিনিয়র আইনজীবী শেখ আবদুল কাদের, কাইউম খান কায়সার, শেখ জগলুর রশীদ বিচ্চু।