মোঃ ইকবাল মোরশেদ, স্টাফ রিপোর্টার।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ মঙ্গলবার ( ১৪ ডিসেম্বর) সকালে চাটখিল উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা।
সভায় বক্তব্য রাখেন, চাটখিল পৌরসভার মেয়র নিজাম উদ্দিন (ভিপি নিজাম) , উপজেলা ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু, সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল রায়,
উপজেলা কৃষি অফিসার সিরাজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান ভূঁইয়া, উপজেলা শিক্ষা অফিসার এহসানুল হক চৌধুরী, পল্লী বিদ্যুৎতের ডি জি এম কামাল হোসেন ও যুব উন্নয়ন কর্মকর্তা ফয়েজ আহম্মেদ।
সভায় বক্তরা বলেন, ১৯৭১ সালে পাক হানাদার বাহিনী তাদের নিশ্চিত পরাজয় জেনে,
রাজাকার আলবদরদের সহযোগিতায় বুদ্ধিজীবীদের কে হত্যা করে জাতীয়কে মেধা শূন্য করার চেষ্টা করেছিল কিন্তু তা হয়নি,
বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করেন।