একদিন জোছনা রাতে দাড়িয়ে ছিলাম বারান্দায় ।কি অপরূপ জোছনা রাত। জোনাকি পোকার মিটিমিটি আলোতে আমি উদাস হয়ে মনকে হারিয়ে ফেলি নীলয়ের মাঝে।
নীলয় কি ঘুমিয়ে পড়েছে? এত মিষ্টি রাতে কি ঘুম আসে?
আমি নীলয়কে ভাবতে ভাবতে হারিয়ে যাই তার মাঝে। হঠাৎ আমার হাতে স্পর্শ পেয়ে চমকে উঠি। ফিরে দেখি নিলয়। আমি আবেগে আর লজ্জায় অস্থির হয়ে যাই।
নিলয় বললো, নীলিমা আজ তোমাকে জোনাকির মিটিমিটি আলোর চেয়েও সুন্দর লাগছে। আমি ধীরে ধীরে তার ঠোঁটে আঙ্গুল রেখে বললাম, তোমাকে জোছনার আলোর চেয়েও সুন্দর লাগছে আজ। তোমার চোখ দুটি চাঁদের আলোর চেয়েও অপরূপ। তোমার চুল গুলো শিশির পড়া ঘাসের চেয়েও মধুর। যার মাঝে আমি প্রতিটা মিনিটেই হারিয়ে যাই।
বেশি আবেগে আমরা স্থির হয়ে যাই দুজনেই।
সেদিন সারারাত হাতে হাত আর চোখে চোখ রেখে দাঁড়িয়ে ছিলাম দুজনেই।
নিলয়ের চোখে অপরূপ মায়া।এমন মায়াবী চোখ আর আমি দেখিনি। তার হাতের স্পর্শের সেদিনের সেই শিহরণ আমি আজো অনুভব করি।
আমার জীবনের গল্প,,”” শিল্পী প্রীতি চৌধুরী।।