বগুড়ার সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জ্বল হোসেনের প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন নিহত হয়েছেন। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করছেন বলে জানা গেছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলার আদমদিঘী উপজেলার সান্তাহার হবির মোড় এলাকায় বিআইআরএস নামের কারখানাটিতে আগুন লাগে। স্থানীয়রা জানান, হঠাৎ করেই কারখানাটিতে আগুন লাগে। তার কিছুক্ষণের মধ্যেই সব জায়গায় ছড়িয়ে পড়ে। নওগাঁ ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা শফিউল ইসলাম বলেন, আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। উপজেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এ বিষয়ে বিআইআরএস প্লাস্টিক ইন্ডাস্ট্রিজের মালিক সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুর কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফলে প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি। বগুড়া ফায়ার সার্ভিসের এডি আব্দুল মালেক বলেন বেলা সাড়ে ১১ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ফায়ার সার্ভিসের বগুড়া-নওগাঁর ১৩ টি ইউনিট প্রায় ২ ঘন্টা ধরে কাজ চালিয়ে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় ফ্যাক্টরির ভিতরে থেকে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে ৫ জন শ্রমিক তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো জানা যায়নি। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন নিহত ৫ জন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেন বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার শ্রাবণী রায়।