নোয়াখালীর বেগমগঞ্জে মাদক ব্যবসায়ী খুব গোপন সুএে খবর পেয়ে ফজলুল রহমান নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দ ( ডিবি) পুলিুশ
এসময় তার কাছ থেকে ৩০২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। আটক যুবকের নাম ফজলুল রহমান (৩১)।
সোমবার (১৩ ডিসেম্বর) রাতে চৌমুহনীর পৌরসভার ৩নং ওয়ার্ডের আলীপুর গ্রামের ফারুকের চা দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক ফজলুল রহমান বেগমগঞ্জের পৌরসভার আলীপুর গ্রামের ডাক্তার বাড়ির মৃত নুরুল আলম সর্দারের ছেলে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম আটক ও মাদক জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন ইয়াবাসহ তাকে আটক করে। আটক যুবকের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।