অবশেষে সকল অপশক্তিকে পরাজিত করে চতুর্থ থাপে ইউপি নির্বাচনে প্রার্থিতা ফিরে পেলেন দিনাজপুরের খানসামা উপজেলার ২নং ভেড়ভেড়ী ইউনিয়নের নৌকা মার্কা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান সফল চেয়ারম্যান হাফিজুল হক সরকার হাফিজ।
স্বস্তিতে ফিরেছে ভোটার ও আওয়ামী লীগের নেতৃবৃন্দের।
সোমবার উচ্চ আদালতের রিট চেঞ্জ করে আপিলের মাধ্যমে প্রার্থীতার বৈধতা রায় ঘোষণা হয়।
জানা যায়, গত ২৯ নভেম্বর মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ের দিনে উত্তরা ব্যাংক লিঃ, রংপুর শাখায় মেসার্স শ্যামল কুমার দাস, নীলফামারী এর ঋণের জামিনদাতা হিসেবে হাফিজুল হক সরকার হাফিজ ঋণ খেলাপী হওয়ায় তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন ১ নং আলোকঝাড়ি ও ২ নং ভেড়ভেড়ী ইউপি নির্বাচন রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাসুদ রানা। পরে জেলা নির্বাচন অফিসে আপিল করেও তার মনোনয়ন বাতিলের আদেশ বহাল থাকে। বিষয়টি নিয়ে তিনি উচ্চ আদালতে গেলে সেখানেও বাতিল বহাল থাকে।পরে আদালতের রিট চেঞ্জ করে আপিল আবেদনে প্রার্থিতার বৈধ ঘোষণা পায়।
প্রার্থীতা ফিরে পেয়ে তাৎক্ষণিকভাবে ঢাকা থেকে তিনি নিজ এলাকার উদ্দেশ্যে রওনা দেন এবং সৈয়দ পুর বিমানবন্দরে উপজেলার নেতাকর্মীবৃন্দ ফুলেল শুভেচছা জানিয়ে গাড়ি বহরে মিছিল অবস্থায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এসে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন কে ফুলেল শুভেচছা জানান এবং জড়িয়ে ধরে কান্নায় ভেঙ্গে পড়েন। পরে তাকে সাথে নিয়ে বঙ্গবন্ধু প্রতিকৃতিত্বে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।এরপর গাড়ি বহরে আনন্দ মিছিল নিয়ে ২নং ভেড়ভেড়ী ইউনিয়নের টংগুয়া বাজারে পথ সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রার্থী জানান,আপনাদের সহযোগিতা ও দোয়া, আশীর্বাদে আমার প্রার্থীতা ফিরে পেয়েছি।এজন্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি সহ সকলকে ধন্যবাদ ও চিরকৃতজ্ঞতা জানাই।সেই সাথে আগামী ২৬ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া নৌকা মার্কার পক্ষে কাজ করার ও ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান তিনি।