পটুয়াখালীর দুমকিতে এক মাদ্রাসা ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ ও তার ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় রোববার ১২ ডিসেম্বর রাতে অভিযুক্ত কামরুল আকন (২৬) ও হাবিব আকন (৩০) নামের দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার ১৩ ডিসেম্বর সকালে ওই ছাত্রীর মা বাদি হয়ে থানায় মামলা করেছেন। গত শনিবার বিকেলে দুমকি উপজেলায় ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার একটি দাখিল মাদ্রাসা’র দশম শ্রেণির ওই ছাত্রীকে একই বাড়ির আব্দুল হক আকনের ছেলে কামরুল (২৬) উত্ত্যক্ত করতো। ঘটনার দিন বিকেলে কামরুল আকন, হাবিব আকনসহ ৪/৫ সহযোগী নির্জন বসতঘরে ঢুকে ওই ছাত্রীকে ধর্ষণ করে। তারা ধর্ষণের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।
ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে থানা পুলিশ রুবেল ও হাবিব আকনকে রোববার রাতেই গ্রেফতার করে। এদিকে ধর্ষণের শিকার ওই মাদ্রাসা শিক্ষার্থীর ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আ. সালাম বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত দুই জনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা অব্যাহত আছে।’