বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের রেলওয়ে স্টেশন এলাকার সিএনজি স্ট্যান্ড দখলের চেস্টা করে সান্তাহারের স্টার হোটেল কতৃপর্ক্ষ,এ সময় সিএনজি চালকেরা ক্ষিপ্ত হয়ে সোমবার(১৩ ডিসেম্বর)দুপুর ১২.৪৫ মিনিটের দিকে গাড়ি দাড় করিয়ে প্রায় ঘন্টা ব্যাপি সড়ক অবরোধ করে রাখেএকারণে শহরের প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।জানা যায়- সান্তহার রেলওয়ে রেলওয়ে পাশের ষ্ট্যান্ডটি দীর্ঘদিন যাবত অটো টেম্পু ও সিএনজি মালিক সমিতি দ্বারা পরিচালিত হয়ে আসছে। সোমবার সকালে বিভাগীয় ভূ সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুজ্জামান সিএনজি ষ্ট্যান্ডটি পরিদর্শন করে বলেন সিএনজি স্ট্যান্ডটি রেলওয়ের জায়গা অবৈধ ভাবে দখল করে আছে।সিএনজি ষ্ট্যান্ডটি এখন থেকে সড়িয়ে ফেলে রেলওয়ে মার্কেট তৈরি করা হবে। এরপর তিনি ওই স্থান থেকে চলে যাওয়ার পর ষ্ট্যান্ডটির সামনে অবস্থিত হোটেল স্টার কতৃপর্ক্ষের লোকেরা এসে জায়গাটি দখলের চেস্টা করে।তারা জায়গাটিতে লাল পতাকা দিয়ে দখল করে হোটলের গাড়ি পাকিং বানানোর চেস্টা করে। এসময় অটো টেম্পু ও সিএনজি মালিক সমিতির লোকজন তাদের উপর ক্ষিপ্ত হয়ে রাস্তা অবরোধ করেপ্রায় ঘন্টা ব্যাপী অবরোধ চলাকালে শহরের সাথে আঞ্চলিক সড়কের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। এতে দূর্ভোগে পড়েন সাধারণ জনগণ।
খবর পেয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম হোটেল কতৃপর্ক্ষ ও অটো টেম্পু ও সিএনজি মালিক সমিতির সাথে কথা বলে বিষয়টি সমাধান করে।