আসন্ন চতুর্থ ধাপে দিনাজপুরের খানসামা উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণ বিধি ও আইন শৃঙ্খলা বিষয়ে প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী ও প্রার্থীরা অঙ্গীকারবদ্ধ হোন।
সোমবার (১৩ ডিসেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা কমপ্লেক্স হলরুমে প্রার্থীদের সাথে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
এসময় ইউএনও রাশিদা আক্তারের সভাপতিত্বে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হুমায়ুন কবিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী।
আরও উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন, রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জি.এম সাহাতাব উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভিন, ইন্সপেক্টর (তদন্ত) মমিনুজ্জামান, উপজেলা নির্বাচন কর্মকর্তা জিকরুল হক সহ ৬ ইউনিয়ন পরিষদের প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদপ্রার্থীরা।